1. admin@rapidict.com.bd : rapidict :
Rapid ICT কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম
  • মোবাইল
  • 01719-900988
  • ই-মেইল
  • chakrikujun@gmail.com
  • ঠিকানা
  • দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ
  • Rapid আইসিটি শায়েস্তাগঞ্জ
    কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর ৩০১-৪০০

    কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর: কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান এর গুরুত্বপূর্ন MCQ গুলো চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, উক্ত MCQ সমূহ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় ICT বিষয়ক MCQ গুলো কমনের নিশ্চয়তা দিতে পারে চাকরি খুঁজুন.কম কেননা নিম্নেলিখিত MCQ এর বেশি অংশই বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেয়া ।

    কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর
    ৩০১ কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ?
    উত্তরঃ নেটওয়ার্ক।
    ৩০২ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল-
    উত্তরঃ নির্ভুলতা
    ৩০৩ বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ?
    উত্তরঃ মোস্তফা জব্বার
    ৩০৪ CPU এর কয়টি অংশ থাকে ?
    উত্তরঃ ৩ টি
    ৩০৫ দুটি ই-মেইল সফ্টওয়্যার এর নাম লিখ ?
    উত্তরঃ Yahoo, Gmail.
    ৩০৬ পেন ড্রাইভ- এর কাজ কী ?
    উত্তরঃ তথ্য ষ্টোর করে রাখা
    ৩০৭ CD কোন ধরনরে ডিভাইস ?
    উত্তরঃ Optical Device
    ৩০৮ IBM এর পূর্নরূপ-
    উত্তরঃ International Business Machine
    ৩০৯ Email এর CC এর পূর্নরূপ কি ?
    উত্তরঃ Carbon Copy
    ৩১০ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় ?
    উত্তরঃ ROM
    ৩১১ একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ?
    উত্তরঃ Avast
    ৩১২ কম্পিউটারের মস্তিস্ক বলা হয় কোন অংশকে ?
    উত্তরঃ CPU
    ৩১৩ কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ?
    উত্তরঃ কমান্ড কী।
    ৩১৪ নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ?
    উত্তরঃ ডানদিকে
    ৩১৫ Print Preview এর শর্টকাট কমান্ড কোনটি ?
    উত্তরঃ Ctrl + F2
    ৩১৬ কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় ?
    উত্তরঃ F12
    ৩১৭ চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
    উত্তরঃ মাইক্রোপ্রসেসর
    ৩১৮ পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
    উত্তরঃ অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর।
    ৩১৯ UNIVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
    উত্তরঃ মসলি
    ৩২০ EDVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
    উত্তরঃ নিউম্যান।
    ৩২১ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত ?
    উত্তরঃ ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়, এটি ঢাকা জেলায় অবস্থিত।
    ৩২২ MS Excel- এ F2 key কী কাজে ব্যবহার করা হয় ?
    উত্তরঃ কোন cell এর ডাটাকে edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor স্থাপনের ক্ষেত্রে।
    ৩২৩ ওয়ার্কশীট কিসের অংশবিশেষ ?
    উত্তরঃ ওয়ার্কবুকের অংশবিশেষ।
    ৩২৪ Caps Lock off থাকলে লেখা ………… Case এর হয়
    উত্তরঃ Lower
    ৩২৫ অ্যাবসলুট অ্যাড্রেস কোনটি ?
    উত্তরঃ $A$ 25
    ৩২৬ কয় গিগাবাইট সমান এক টেরাবাইট ?
    উত্তরঃ ১০২৪ গিগাবাইট
    ৩২৭ চার্লস ব্যাবেজকে কোন কম্পিউটারের জনক বলা হয় ?
    উত্তরঃ আধুনিক
    ৩২৮ রাউটার কী ?
    উত্তরঃ Hardware Device
    ৩২৯ মাইক্রোপ্রসেসর এর কাজ কী ?
    উত্তরঃ তথ্য প্রক্রিয়াকরন করা ।
    ৩৩০ কত সালে আইবিএম পিসি বাজারে আসে ?
    উত্তরঃ ১৯৮১ সালে
    ৩৩১ মার্ক-১ এর দৈর্ঘ্য কত ?
    উত্তরঃ ৫১ ফুট লম্বা
    ৩৩২ ১ পিকো সেকেন্ড = কত সেকেন্ড ?
    উত্তরঃ ১০-১২ সে
    ৩৩৩ কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি ?
    উত্তরঃ রিপেয়ারিং ইউনিট
    ৩৩৪ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ?
    উত্তরঃ Compute
    ৩৩৫ কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
    উত্তরঃ অ্যানালগ
    ৩৩৬ সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি ?
    উত্তরঃ সুপার কম্পিউটার
    ৩৩৭ কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ?
    উত্তরঃ ফ্লপি ডিস্ক।
    ৩৩৮ ক্লোন হচ্ছে-
    উত্তরঃ আইবিএম পিসি’ নকল।
    ৩৩৯ কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায় ?
    উত্তরঃ ৩ শ্রেনীতে
    ৩৪০ ফাইল কোথায় রাখা হয়-
    উত্তরঃ ফোল্ডারে
    ৩৪১ ফোল্ডার মুছার নিয়ম-
    উত্তরঃ Select + Delete
    ৩৪২ মাউসের সাহায্যে কোন কাজ করা হয় ?
    উত্তরঃ ফাইল ওপেন করা হয় ।
    ৩৪৩ ডকুমেন্ট বানান শুদ্ধ করার কমান্ড হচ্ছে ?
    উত্তরঃ Review + Spelling & Grammar + Ok
    ৩৪৪ টেক্স জাস্টিফাই বলতে কী বুঝায় ?
    উত্তরঃ প্রতিটা পূর্ন লাইনের ডান ও বামদিক এক বরাবর থাকবে।
    ৩৪৫ MS Word এ Ctrl + End এর কাজ কী ?
    উত্তরঃ ডকুমেন্টের ক্ষেত্রে কার্সর চলে আসে লাইনের শেষে।
    ৩৪৬ Desktop কী ?
    উত্তরঃ মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো Desktop
    ৩৪৭ গ্রাফ বা চার্ট কি ?
    উত্তরঃ গাণিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।
    ৩৪৮ স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয়-
    উত্তরঃ অ্যাকাউন্টিং কাজ করতে।
    ৩৪৯ ফোল্ডারে ফাইল দেখার জন্য-
    উত্তরঃ ডাবল ক্লিক করা হয়।
    ৩৫০ Forms ফাইল তৈরি করার উদ্দেশ্য-
    উত্তরঃ ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা
    ৩৫১ ডাটাবেস গঠিত হয়-
    উত্তরঃ রেকর্ড নিয়ে।
    ৩৫২ Macro ব্যবহারের উদ্দেশ্য-
    উত্তরঃ কোনো কমান্ড সহজে নির্বাহ করা
    ৩৫৩ কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় ?
    উত্তরঃ ডাটা প্রসেসিং করা।
    ৩৫৪ MS Word এ Columns কোন মেনুর অধীনে ?
    উত্তরঃ Page Layout Menu
    ৩৫৫ র‌্যাম এর ধারণ ক্ষমতা সম্প্রসারন করা যায় –
    উত্তরঃ অতিরিক্ত র‌্যাম চিপ যুক্ত করে।
    ৩৫৬ প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড-
    উত্তরঃ Ctrl+ U
    ৩৫৭ Title Case এর উদাহরন কোনটি ?
    উত্তরঃ Run! Forest Run
    ৩৫৮ Equation লেখার জন্য ব্যবহৃত হয়-
    উত্তরঃ – Insert > Objects > Microsoft Equation.
    ৩৫৯ Data Base এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফান্ডামেন্টাল অবজেক্ট-
    উত্তরঃ Table
    ৩৬০ ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
    উত্তরঃ Field
    ৩৬১ D10 সেল অ্যাড্রেস এর অর্থ কী ?
    উত্তরঃ D নং কলামের 10 নং সারি
    ৩৬২ ডকুমেন্টের কিছু অংশ কী-বোর্ড দ্বারা বোল্ড করার কমান্ড লিখ
    উত্তরঃ Shift + Arrow Key এবং Ctrl + B
    ৩৬৩ একসাথে একাধিক স্লাইড পর্দায় দেখার কমান্ড-
    উত্তরঃ Slide Sorter > View
    ৩৬৪ Windows 7 একটি
    উত্তরঃ Operating System
    ৩৬৫ Esc বাটন ব্যবহৃত হয়-
    উত্তরঃ Dialogue box cancel করার জন্য।
    ৩৬৬ গাটার ( Gutter ) কী ?
    উত্তরঃ পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা।
    ৩৬৭ Horizontal Scalling কী ?
    উত্তরঃ অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
    ৩৬৮ মেমরির একক হচ্ছে ?
    উত্তরঃ বাইট
    ৩৬৯ কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার ও কী কী ?
    উত্তরঃ দুই প্রকার, যথাঃ- Primary Memory & Secondary Memory
    ৩৭০ কত কিলোবাইটে = এক মেগাবাইট ?
    উত্তরঃ ১০২৪ কিলোবাইট
    ৩৭১ ROM একটি……………মেমরি।
    উত্তরঃ প্রধান/স্থায়ী
    ৩৭২ Recycle bin এ …………….ফাইল জমা থাকে
    উত্তরঃ অপ্রয়োজনীয়
    ৩৭৩ দুইটি স্প্রেডশীট প্যাকেজ এর নাম লিখ ?
    উত্তরঃ MS Excel, Quartropro
    ৩৭৪ Presentation Package কোনটি ?
    উত্তরঃ Power Point
    ৩৭৫ “কিন্তু” লেখার জন্য পর্যায়ক্রমে………………..Key Press করতে হয় ?
    উত্তরঃ DJBGKS
    ৩৭৬ ৫ টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লিখ ?
    উত্তরঃ (১) মাউস (২) কী-বোর্ড (৩) মনিটর (৪) প্রিন্টার(৫) স্পিকার।
    ৩৭৭ ই-মেইল দিয়ে কী করা যায় ?
    উত্তরঃ কম্পিউটারে বার্তা আদান-প্রদান করা হয়।
    ৩৭৮ কম্পিউটারের ভাইরাস এক ধরনের-
    উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম
    ৩৭৯ ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড-
    উত্তরঃ Insert Menu > Page Number > Ok
    ৩৮০ কম্পিউটারের মূল অংশগুলোর নাম কি কি ?
    উত্তরঃ (1) Input Unit (2) CPU Unit (3) Output Unit
    ৩৮১ Shut down কমান্ডের কাজ কী ?
    উত্তরঃ Windows Operating System হতে বের হওয়ার জন্য shut down কমান্ড ব্যবহার করা হয়।
    ৩৮২ DOS কী ?
    উত্তরঃ Disk operating System ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিষ্টেম।
    ৩৮৩ কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার-
    উত্তরঃ Fileঅপারেটিং সিস্টেম
    ৩৮৪ File শব্দের অর্থ কী ?
    উত্তরঃ যখন কোনো Document কে- কোনো নাম দিয়ে সংরক্ষন করা হয়, তাকে File বলে
    ৩৮৫ অক্টাল শব্দের অর্থ কি ?
    উত্তরঃ আট
    ৩৮৬ PCI এর পূর্নরূপ কী ?
    উত্তরঃ Peripheral Component Interconnect
    ৩৮৭ ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহনকারীদের কী বলে?
    উত্তরঃ নেটিজেন
    ৩৮৮ নেটওয়ার্কের রিং সংগঠন হচ্ছে ?
    উত্তরঃ বৃত্তাকার
    ৩৮৯ ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে………….বলে ?
    উত্তরঃ Block
    ৩৯০ Edit শব্দের প্রকৃত অর্থ………….।
    উত্তরঃ সম্পাদন
    ৩৯১ Sort এবং Formula কোন মেনুতে থাকে ?
    উত্তরঃ Table
    ৩৯২ সাধারন চিঠিপত্র লেখার জন্য কী ব্যবহৃত হয় ?
    উত্তরঃ MS Word
    ৩৯৩ Bit কী ?
    উত্তরঃ বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে।
    ৩৯৪ ওয়ার্কশীট কাকে বলে ?
    উত্তরঃ শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।
    ৩৯৫ SQL এর পূর্নরূপ কি ?
    উত্তরঃ Structured Query Language
    ৩৯৬ ডট মেট্রিক্স প্রিন্টার হল-
    উত্তরঃ আউটপুট ডিভাইস
    ৩৯৭ Footnote কী ?
    উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা হল ফুটনেট।
    ৩৯৮ MS Excel-7 ওয়ার্কশীটে কয়টি Row ও Colum থাকে ?
    উত্তরঃ ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ টি রো এবং ১৬ হাজার ৩৮৪ টি কলাম থাকে।
    ৩৯৯ MS Access এ…………….তৈরি করা যায় ?
    উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম
    ৪০০ “ প্ত ” লিখতে কী-বোর্ডের কোন কী চাপতে হয় ?
    উত্তরঃ জ এ ক
    পরবর্তী MCQ গুলো দেখতে নিচের Next বাটন এ ক্লিক করুন। বি:দ্র: অনুমতি ছাড়া MCQ কপি করবেন না ।


     

    6+

    শিক্ষক

    10+

    কোর্স

    25+

    কম্পিউটার

    750+

    ছাত্র/ছাত্রী