কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর: কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান এর গুরুত্বপূর্ন MCQ গুলো চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, উক্ত MCQ সমূহ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় ICT বিষয়ক MCQ গুলো কমনের নিশ্চয়তা দিতে পারে চাকরি খুঁজুন.কম কেননা নিম্নেলিখিত MCQ এর বেশি অংশই বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেয়া ।
কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর | |
---|---|
৪০১ | ‘ চ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | y |
৪০২ | Task Bar এ কয় ধরনের সেটিং থাকে ? |
উত্তরঃ | ৫ ধরনের সেটিং থাকে। |
৪০৩ | HTML একটি ? |
উত্তরঃ | টেক্সট-ভিত্তিক প্রোগ্রাম ভাষা। |
৪০৪ | MS-Excel এ কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের বেতন নির্ধারনের জন্য যে শীট তৈরি করা হয় তাকে কি বলে ? |
উত্তরঃ | Salary Sheet |
৪০৫ | ‘ ন ’ বর্ণটি লিখতে কী-বোর্ডের ইংরেজী কোন বর্ণটি চাপতে হয় ? |
উত্তরঃ | b |
৪০৬ | ‘ ষ্ণ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | N G B |
৪০৭ | Logical ফাংশন কোনটি ? |
উত্তরঃ | =IF ( ) |
৪০৮ | UPS এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Uninterruptible Power Supply. |
৪০৯ | MAN -এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Metropoliten Area Network. |
৪১০ | Forms ফাইল তৈরির করার উদ্দেশ্য- |
উত্তরঃ | ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা |
৪১১ | MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে- |
উত্তরঃ | Object Linking and Embeding |
৪১২ | LAN অর্থ ………………..Area Network |
উত্তরঃ | Local |
৪১৩ | প্রতি মাসে অ্যান্টিভাইরাসকে কী করতে হয় ? |
উত্তরঃ | আপডেট করতে হয় । |
৪১৪ | এক নিবল সমান……..বিট ? |
উত্তরঃ | ৪ বিট । |
৪১৫ | বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ? |
উত্তরঃ | Wide Area Network. |
৪১৬ | MS-Word দিয়ে নতুন ডকুমেন্ট খোলার কমান্ড ? |
উত্তরঃ | File – New – Blank Document |
৪১৭ | টেক্সট সেন্টার বলতে কি বুঝায় ? |
উত্তরঃ | টেক্সটের প্রতিটি পূর্ন লাইন মাঝ বরাবর থাকবে। |
৪১৮ | Mail Marge থাকে – |
উত্তরঃ | Tools এ |
৪১৯ | CMOS শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ | Complementary Metal Oxide Semi-Conductor |
৪২০ | BOL কি ? |
উত্তরঃ | Bangladesh Online Limited |
৪২১ | কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কী তৈরি করা হয় ? |
উত্তরঃ | ডকুমেন্ট |
৪২২ | ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথম কাজ কোনটি ? |
উত্তরঃ | বানান সংশোধন । |
৪২৩ | কম্পিউটারে গ্রুফ দেখা মানে কোন কাজটি ? |
উত্তরঃ | বানান সংশোধন |
৪২৪ | লেখা সাজানোর প্রথম কাজ কী ? |
উত্তরঃ | অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা |
৪২৫ | বাংলা ফন্টের নাম কি ? |
উত্তরঃ | সূতম্বী এমজে |
৪২৬ | ইংরেজি ফন্টের নাম কি ? |
উত্তরঃ | Times New Roman |
৪২৭ | চন্দ্রাবতী হল- |
উত্তরঃ | বাংলা ফন্ট |
৪২৮ | বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য ইংরেজি কোন বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | G |
৪২৯ | পোস্ট স্ক্রিপ্ট কী ? |
উত্তরঃ | সফটওয়্যার |
৪৩০ | DTP এর পূর্ন নাম কী ? |
উত্তরঃ | Desk Top Publishing |
৪৩১ | বর্ণ সফটওয়্যার কত সালে তৈরি হয় ? |
উত্তরঃ | ১৯৯৩ |
৪৩২ | ডেস্কটপ পাবলিশিং প্রবর্তিত হয় ? |
উত্তরঃ | ১৯৮৫ সালে |
৪৩৩ | কম্পিউটারে লেখালেখির জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | কী-বোর্ড। |
৪৩৪ | সংখ্যা টাইপ করার জন্য ব্যবহৃত হয়— |
উত্তরঃ | নিউমেরিক কী |
৪৩৫ | =Sum (“5”. 15, TRUE) =………….| |
উত্তরঃ | 21 |
৪৩৬ | ROM একটি ____________ মেমোরি। |
উত্তরঃ | প্রধান/স্থায়ী |
৪৩৭ | ডকুমেন্টে কোন শব্দ খুজে বের করার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F |
৪৩৮ | মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে ? |
উত্তরঃ | কন্ট্রোল-প্যানেল |
৪৩৯ | windows থেকে DOS-এ যাওয়ার প্রক্রিয়া- |
উত্তরঃ | Accessories |
৪৪০ | Macro কী ? |
উত্তরঃ | প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনরে নির্দেশনা। |
৪৪১ | Function……..Menu এর অধীনে |
উত্তরঃ | Insert |
৪৪২ | ভিন্ন ভিন্ন মানের উধঃধ ঝঃড়ৎব করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Primary Key |
৪৪৩ | Database (MS Access) ফাইলের এক্সটেনশন হল………। |
উত্তরঃ | DBF |
৪৪৪ | Record হল কতকগুলো………..এর সমষ্টি। |
উত্তরঃ | File |
৪৪৫ | Accounting কাজে মূলত ……………….প্যাকেজ ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | MS Excel |
৪৪৬ | 1 GB=……….MB |
উত্তরঃ | 1024 |
৪৪৭ | (২৯)১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ? |
উত্তরঃ | (১১১০১)২ |
৪৪৮ | Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা- |
উত্তরঃ | খুঁজে বের করা |
৪৪৯ | ১ গিগাবাইটে কত কিলোবাইট ? |
উত্তরঃ | ১০২৪/১০১২ কিলোবাইট |
৪৫০ | একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের ……….দিকের বাটন চেপে নিউ নির্বাচন করে ………..ক্লিক করতে হয়। |
উত্তরঃ | ডান, ফোল্ডার। |
৪৫১ | টাক্সবার (Taskbar)এর অবস্থান ডেস্কটপের…………., যেখানে………….. লেখা আছে। |
উত্তরঃ | নিচে, Start. |
৪৫২ | চন্দ্রাবতী এমজে কোন ধরনের ভাষার ফন্ট ? |
উত্তরঃ | বাংলা |
৪৫৩ | Split Cells বলতে কি বুঝায় – |
উত্তরঃ | সেল বিভক্তিকরন/ সেলকে বিভক্তি করা। |
৪৫৪ | End note কী ? |
উত্তরঃ | ডকুমেন্টের শেষে টীকা লেখা |
৪৫৫ | কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে ? |
উত্তরঃ | ALU |
৪৫৬ | কম্পিউটারের……….কে ভাইরাস আঘাত করে। |
উত্তরঃ | HDD |
৪৫৭ | ডেক্সটপের আইকন নয় কোনটি ? |
উত্তরঃ | My Files |
৪৫৮ | প্লটার হচ্ছে এক ধরনের- |
উত্তরঃ | প্রিন্টার |
৪৫৯ | র্যামের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | র্যাম ক্যাশ |
৪৬০ | সাধারনত পয়েন্টার হিসেবে ব্যবহৃত হয়- |
উত্তরঃ | মাউস |
৪৬১ | পোষ্ট স্ক্রিপ্ট কী ? |
উত্তরঃ | প্রিন্টারের ভাষা |
৪৬২ | কম্পিউটার কার্যক্রম করার জন্য প্রয়োজন- |
উত্তরঃ | Operating System |
৪৬৩ | সফটওয়্যার হচ্ছে- |
উত্তরঃ | এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি |
৪৬৪ | প্যারিটি বিট কত প্রকার ? |
উত্তরঃ | ২ প্রকার |
৪৬৫ | কী-বোর্ডে কতগুলো কী থাকে ? |
উত্তরঃ | ১০৪-১১০ টি |
৪৬৬ | উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম ভার্সন কোনটি ? |
উত্তরঃ | ৩.০ |
৪৬৭ | কম্পিউটারের প্রান কোনটিকে বলা হয় ? |
উত্তরঃ | সফটওয়্যার |
৪৬৮ | Windows 98 কোন ধরনের সফটওয়্যার ? |
উত্তরঃ | সিস্টেম সফটওয়্যার |
৪৬৯ | সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে- |
উত্তরঃ | সংখ্যা পদ্ধতি |
৪৭০ | সংখ্যা পদ্ধতি কত প্রকার ? |
উত্তরঃ | ৪ প্রকার |
৪৭১ | সংখ্যায় প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হল- |
উত্তরঃ | অংক |
৪৭২ | বাইনারি সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি কত ? |
উত্তরঃ | ২ |
৪৭৩ | বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংকগুলো হল- |
উত্তরঃ | ০ , ১ |
৪৭৪ | ০ এবং ১ অংক দুইটির প্রত্যেকটিকে বলে- |
উত্তরঃ | বিট |
৪৭৫ | দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে ২ দিয়ে বার বার……….করতে হয় ? |
উত্তরঃ | ভাগ |
৪৭৬ | অক্টাল শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | আট |
৪৭৭ | কম্পিউটার কাজ করে কোন পদ্ধতিতে ? |
উত্তরঃ | বাইনারি |
৪৭৮ | কোড প্রধানত কত প্রকার ? |
উত্তরঃ | দুই প্রকার |
৪৭৯ | ৮ বিট সমান কত বাইট ? |
উত্তরঃ | ১ বাইট |
৪৮০ | ১ মেগাবাইট সমান কত বিট ? |
উত্তরঃ | ৮৩৮৮৬০৮ টি। |
৪৮১ | ক্যাপস লক কীসের জন্য ব্যবহার হয় ? |
উত্তরঃ | বড় হাতের লেখার জন্য। |
৪৮২ | ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহার হয় ? |
উত্তরঃ | Shift |
৪৮৩ | ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে ? |
উত্তরঃ | আধা ইঞ্চি |
৪৮৪ | সচরাচর কোনটির সাহায্যে ডাটা ইনপুট দিতে হয় ? |
উত্তরঃ | কী-বোর্ড |
৪৮৫ | MS Word এর কোন মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে ? |
উত্তরঃ | Tools |
৪৮৬ | Relational Data Base এ সর্বনিম্ন ফাইল সংখ্যা কতটি ? |
উত্তরঃ | ২ টি |
৪৮৭ | (A03)16সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে ? |
উত্তরঃ | ২৬৬৩ |
৪৮৮ | কী-বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ন কী কোনটি ? |
উত্তরঃ | Enter Key |
৪৮৯ | ডকুমেন্টে কোন শব্দ খুঁজে বের করার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F |
৪৯০ | Caption কী ? |
উত্তরঃ | চিত্র, গ্রাফ ও ছবিতে স্বয়ংক্রিয় নম্বর করা। |
৪৯১ | Text Box এর কাজ কী ? |
উত্তরঃ | লেখার জন্য বক্স অঙ্কন করা। |
৪৯২ | File শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | নথি |
৪৯৩ | Format শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | সজ্জিত করা |
৪৯৪ | Shapes কোন মেনুর অধীনে থাকে ? |
উত্তরঃ | Insert Menu |
৪৯৫ | MS Powerpoint এ কয়টি মেনু থাকে ? |
উত্তরঃ | ৯ টি |
৪৯৬ | Slide Duplicate বলা হয়- |
উত্তরঃ | Slide এর হুবহু নকল করা। |
৪৯৭ | Help মেনুর কাজ কী ? |
উত্তরঃ | প্রোগ্রাম পরিচালনা পদ্ধতি অবগত হওয়া। |
৪৯৮ | Slide Transition এর কাজ কী ? |
উত্তরঃ | Slide প্রদর্শন পদ্ধতি পরিবর্তন করা। |
৪৯৯ | পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ? |
উত্তরঃ | মাল্টিমিডিয়া |
৫০০ | পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয়- |
উত্তরঃ | প্রেজেন্টেশন |
পরবর্তী MCQ গুলো দেখতে নিচের Next বাটন এ ক্লিক করুন। বি:দ্র: অনুমতি ছাড়া MCQ কপি করবেন না । |